ডিমৌতে আগুনে ছারখার ১৫টি দোকান

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : ভয়াবহ অগ্নিকাণ্ড! শিলাপাথরের ডিমৌ চারিআলিতে আগুনে পনেরোটি দোকান ছারখার করে দেয়। রবিবার ১২টা ২০ মিনিটে আগুন লাগে।

তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও তিনটি বাইকের তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে আগুন আরও ভয়ঙ্কর রূপ নেয়। আগুনে কোটি টাকা মূল্যের সামগ্রী থাকা ১৫টি দোকান পুড়ে গেছে এবং অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হলেও কোনও সম্পত্তি রক্ষা হয়নি। কোথায় এবং কিভাবে আগুনের সূত্রপাত তা স্পষ্ট নয়।

ডিমৌতে আগুনে ছারখার ১৫টি দোকান
ডিমৌতে আগুনে ছারখার ১৫টি দোকান

Author

Spread the News