রাজ্য টায়কোয়ান্ডো সিলেকশন ক্যাম্পে শিলচরের ৮

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : ৬৮ তম জাতীয় স্কুল গেমসে অংশ নিতে আসাম রাজ্যে দলের সিলেকশন ট্রায়াল ক্যাম্পে শিলচরের ৮ টায়কোয়ান্ডো খেলোয়াড়কে পাঠালেন জেলা ক্রীড়া আধিকারিক।  অনূর্ধ্ব ১৪ ও ১৭ বয়স গ্রুপের বালক বালিকা রয়েছেন এই গ্রুপে। ট্রায়াল ক্যাম্পে সুযোগ পাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন সায়ন দেব, সপ্রতিভ পাল, আব্দুল মান্নান, টিএইচ থোইবা, সায়রা খাতুন, আশুতোষ ফুকন, নম্রতা মরাণ ও প্রীতম গোহাই। দলে কোচ হিসেবে থাকছেন রোমি শেখ।

Author

Spread the News