অপহৃত কৃষককে বাখাল থেকে অক্ষত উদ্ধার
বিশ্বজিৎ আচার্য ও কে এ লস্কর, শিলচর ও লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : জিরিঘাটের অপহৃত কৃষক সায়ুর উদ্দিন (৬২) উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার তাঁকে উদ্ধার করা হয় বাখাল এলাকা থেকে। ঘটনার পর জিরিঘাট থানা পুলিশ এবং মণিপুরের জিরিবাম তল্লাশি অভিযান শুরু করে। কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতো জানিয়েছেন, তল্লাশি চালিয়ে মঙ্গলবার জিরিঘাট থানা এলাকার বাখাল থেকে উদ্ধার করা হয় সায়ূর উদ্দিনকে। তবে এর আগেই পালিয়ে যায় অপহরণকারী দুষ্কৃতীরা।
উল্লেখ্য, সোমবার রাত ১১ টা নাগাদ জিরিবাম কাশিমপুর বালিজুরি গ্রামের বাসিন্দা সায়ুর উদ্দিনকে চারজনের একদল দুস্কৃতি কাপাখাল থেকে তুলে নিয়ে যায়। সায়ুর উদ্দিন পেশায় একজন কৃষক। তিনি কৃষি কাজের জন্য জিরিঘাটের কাপাখাল ফরেস্ট ভিলিজে থাকেন। সামান্য কৃষিকাজ করে পরিবারের ভরনপোষন করেন। সেই ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে তার ব্যবহৃত সেলফোন দিয়ে পরিবারের কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এই অপহরণের ঘটনাটি মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে জিরিঘাট থানায় জানানো হয়েছে। বিকেলে জিরিঘাট থানার ওসি মুকুট তালুকদার পুলিশ বাহিনী নিয়ে একেবারে প্রত্যন্ত কাপাখাল এলাকায় তদন্তে নেমে পড়েন।