চারদিন ধরে নিখোঁজ স্ত্রী, পুলিশের দ্বারস্থ স্বামীবরাক
বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : বাড়ি থেকে নিখোঁজ হলেন এক গৃহবধূ। চারদিন ধরে কোন সন্ধান না পেয়ে সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরেন মহিলার স্বামী। মঙ্গলবার সাংবাদিক ডেকে বেরাবাক তৃতীয় খণ্ডের বাসিন্দা নুর, আহমদ লস্কর জানান, গত শনিবার তিনি কাজ থেকে ঘরে ফিরে দেখতে পান স্ত্রী নেই। পাড়াপ্রতিবেশিদের ঘরে খোঁজ খবর নিয়েও কোনো সন্ধান পাওয়া পাননি রাতেই সোনাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন নুর আহমদ।
তিনি বলেন, পরপুরুষের সঙ্গে স্ত্রীর ফোনে কথাবার্তা নিয়ে বেশ কয়েকবার সামাজিক বিচারে মিমাংসা হয়। হয়তো পরমপুরুষের সঙ্গে কোথাও পালিয়ে গেছে বলে সন্দেহ করেছেন তিনি। তাঁদের দু’টি পুত্রসন্তান রয়েছে। এমতাবস্থায় নুর আহমদ সোনাই থানার অসি সহ জেলা প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।