আড়াই হাজারের অধিক শাড়ি বণ্টন বিধানসভার অধ্যক্ষের

বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : পুজো উপলক্ষে আড়াই হাজারের অধিক শাড়ি বণ্টন করলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। সমাগত দুর্গা পূজা উপলক্ষে ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর ৫৬ নং বিধানসভা কেন্দ্রের একান্নটি বুথে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৫টি করে মোট ২৫৫০টি শাড়ি বিতরণ করেন।
তিনি জানান, আগামী ২০২৫ এ শাড়ির পাশাপাশি দুই থেকে ১২ বছর পর্যন্ত যে সকল শিশুরা রয়েছে তাদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে বস্ত্র বিতরণ করবেন। তাঁর এহেন উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয়রা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি শ্যামল নাথ, পুর পরিষদের চেয়ারপারসন মিতালী দাসসেন, ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ সহ অন্যান্যরা।
