মহালয়ায় ভগিনী নিবেদিতার চা বিস্কুট বিতরণ, প্রশংসা
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : বৃষ্টির আশঙ্খাকে উপেক্ষা করে মুক্ত আকাশে বাজলো তোমার আলোর বেণু। মহালয়ার প্রভাতে মনোরম প্রাকৃতিক পরিবেশে হাজার হাজার মানুষের ঢল নেমে পরে সীমান্ত শহর করিমগঞ্জে। মহালয়া উপলক্ষে প্রতিবারের মতো এবারো বেশ কিছু সংগঠন নিজ নিজ উদ্যোগে মানুষের মধ্যে জল, চা, বিস্কুট বিতরণ করে। নবাগত সামাজিক সাংস্কৃতিক সংগঠন ভগিনী নিবেদিতা সংস্থার পক্ষ থেকে মহালয়ার ভোরে ভ্রমণে আসা লোকদের চা বিস্কুট বিনে পয়সায় খাইয়ে অনেক সুনাম অর্জন করে। তাদের এই সেবা মূলক কাজের প্রশংসা করেন করিমগঞ্জ জেলার প্রাক্তন জেলা শাসক সঞ্জীব বরগোঁহাই, বিশিষ্ট চিকিৎসক শুভশ্রী দত্ত, পুর কমিশনার ধীমান রায়, প্রেস ক্লাব করিমগঞ্জে সম্পাদক অরূপ রায় প্রমুখ।
সংস্থার সভানেত্রী সুপ্রীতা পুরকায়স্থ বলেন, মাত্র কয়েক মাসের মধ্যেই এই ভগিনী নিবেদিতা সামাজিক সাংস্কৃতিক সংস্থা দুঃস্থ এক মহিলা রোগীকে আর্থিক সাহায্য, বৃক্ষ রোপন সহ অন্যান্য সেবা মূলক কাজের সঙ্গে এই প্রথম মহালয়ার পূর্ন লগ্নে পথচারীদের মধ্যে চা বিস্কুট বিতরণ করতে পেরে আমরা গর্বিত আগামী দিনেওসেবা মূলক কাজে নাগরিকদের সহযোগিতা চাই। তিনি বলেন, আগামী ১৩ অক্টোবর সিস্টার ভগিনী নিবেদিতার মৃত্যু দিবস ও বিজয় দশমী উপলক্ষে পানীয়জল বিতরণ করা হবে সংস্থার পক্ষ থেকে।