বিদ্যুত স্পৃষ্টে প্রাণ হারা‌লেন মসজিদের ইমাম, বারইগ্রা‌মের বা‌সিন্দা

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : বিদ‌্যুত স্পৃষ্ট হ‌য়ে প্রাণ হারা‌লেন উত্তর ত্রিপুরার ধর্মনগর পূর্ব বটর‌শি জা‌মে মস‌জি‌দের বছর পঞ্চা‌শের ইমাম ইসলাম উ‌দ্দিন। তাঁর বা‌ড়ি দ‌ক্ষিন ক‌রিমগঞ্জের বারইগ্রা‌মের এরা‌লিগু‌লে। বুধবার রা‌তে তা‌কে খাবার পৌছে দি‌তে গি‌য়ে এক যুবক লক্ষ ক‌রে যে ইমাম সা‌হেব মোজো‌তে প‌ড়ে আ‌ছেন। তার পা‌শে ছ‌ড়ি‌য়ে ছি‌টি‌য়ে আ‌ছে বেশ‌কিছু বৈদ‌্যু‌তিক সরঞ্জাম।‌ প‌রে তা‌কে ডাকাডা‌কি করা হ‌লে তি‌নি কোন সাড়া দেন‌নি।‌ এ‌তে এলাকা জু‌ড়ে চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি ক‌রে।প‌রে খবর দেওয়া হয় দমকল ‌বিভা‌গে। এ‌তে দমক‌লের কর্মীরা অকুস্থ‌লে পৌ‌ছে সংজ্ঞাহীন অবস্থায় ইমাম‌কে উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, পূর্ব বটরশির উত্তর জামে মসজিদের সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন জানান, মৃত ইমাম মাত্র দু সপ্তাহ আ‌গে এখা‌নে কা‌জে যোগ দেন।‌ তি‌নি কী ভা‌বে বিদ‌্যুত স্পৃষ্ট হ‌লেন তা বোঝা যায়‌নি। তিনি খুবই ভা‌লো ও ধর্মালু ব‌্যক্তি ছি‌লেন। প‌রে মৃ‌তের বা‌ড়ি‌তেও খবর দেওয়া হয়।বৃহস্প‌তিবার মৃত‌দেহ ময়নাতদ‌ন্তের পর সমা‌ধিস্থ করা হয়। তাঁর মৃত‌্যু‌তে প‌রি‌চিত মহল সহ আ‌ত্মীয় স্বজন‌দের ম‌ধ্যে শো‌কের ছায়া নে‌মে আ‌সে।

বিদ্যুত স্পৃষ্টে প্রাণ হারা‌লেন মসজিদের ইমাম, বারইগ্রা‌মের বা‌সিন্দা
বিদ্যুত স্পৃষ্টে প্রাণ হারা‌লেন মসজিদের ইমাম, বারইগ্রা‌মের বা‌সিন্দা

Author

Spread the News