সমুদ্রে তিনটি ট্রলারে থাকা ৬৪ জন মৎসজীবী নিখোঁজ

১৬ সেপ্টেম্বর : দক্ষিণ ২৪ পরগণা জুড়ে বিরাট দুর্যোগ। নামখানার কাছাকাছি অঞ্চলে তিনটি ট্রলারে থাকা ৬৪ জন মৎসজীবীর সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

দুর্যোগের সতর্কবার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে ফেরার পথে নিখোঁজ তিনটি ট্রলার। তিনটি ট্রলারে মোট ৬৪ জন মৎস্যজীবী রয়েছেন বলে জানা যায়। ট্রলারগুলির খোঁজে মৎস্যদপ্তর ইতিমধ্যেই উপকূলরক্ষী বাহিনীকে জানিয়েছে। তল্লাশিতে নেমেছে কোস্ট গার্ড।

সমুদ্র যাত্রার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ক্যাম্প খোলা হয়েছে। সমুদ্র সংলগ্ন উপকূলবর্তী এলাকাগুলিতে চলছে ক্যানভাসিং।

সমুদ্রে তিনটি ট্রলারে থাকা ৬৪ জন মৎসজীবী নিখোঁজ
সমুদ্রে তিনটি ট্রলারে থাকা ৬৪ জন মৎসজীবী নিখোঁজ

Author

Spread the News