রঙ্গিয়ায় গোলাগুলি, আহত এক

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : কামরূপ গ্রাম্য জেলার রঙ্গিয়ার দিপ্তী নগরে গুলি চালনার ঘটনায় আহত হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি সংঘটিত হয়। জ্যোতিপ্রকাশ শর্মা নামে এক ব্যক্তির গুলি চালনায় আহত হন একজন লোক।

আহত ব্যক্তির নাম মৃদুল বানিয়া। আহতদের নলবাড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কথা কাটাকাটির পর জ্যোতি প্রকাশ মৃদুলকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে। এতে আহত হয়েছেন মৃদুল।

ইতিমধ্যে ঘটনাস্থল থেকে পিস্তলটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জ্যোতিপ্রকাশ শর্মা এর আগে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে সন্ত্রাস তৈরি করেছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রঙ্গিয়ায় গোলাগুলি, আহত এক
রঙ্গিয়ায় গোলাগুলি, আহত এক

Author

Spread the News