একহাতে ধারালো অস্ত্র, অন্য হাতে বৌদির কাটা মুণ্ডু, সোজা থানায়

৩১ মে : সাতসকালে হাড়হিম ঘটনা! একহাতে ধারালো অস্ত্র, অন্য হাতে বৌদির কাটা মুণ্ডু। এভাবেই এলাকার রাস্তায় ঘুরে বেড়াল দেওর। শনিবার হাড়হিম করা ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায়। যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এদিন ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে যায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, জেরায় যুবক পুলিশকে জানিয়েছে, কাটা মুণ্ডুটি তাঁর বৌদির। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে এলাকায় তাঁরা ওই যুবককে কাটা মুণ্ডু হাতে ওভাবে দেখে চমকে ওঠেন। নির্লিপ্তভাবে হেঁটে যেতে দেখা যায় তাকে রাস্তা দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (ভিডিও’র সত্যতা যাচাই করা হয়নি) দেখা গিয়েছে, একেবারে ভাবলেশহীনভাবে হেঁটে যাচ্ছে ওই যুবক।

মনে করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে খুন করে মহিলার ধড় থেকে মুণ্ডু আলাদা করে ফেলে ওই যুবক। তারপর সেই রক্তাক্ত মাথা নিয়ে রাস্তায় হেঁটে বেরাতে থাকে সে। এরপর সোজা থানায় চলে যায়। তবে কী কারণে সে এমনটা করল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাটা মাথা এবং ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

একহাতে ধারালো অস্ত্র, অন্য হাতে বৌদির কাটা মুণ্ডু, সোজা থানায়

Author

Spread the News