সেন্ট্রাল রোড লোকনাথ বাড়িতে জন্মাষ্টমী ও লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি পালন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর সেন্ট্রাল রোড স্থিত লোকনাথ বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সহ ত্রিকালজ্ঞ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৫ তম জন্মতিথি বিভিন্ন সনাতনী ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। এবারের পূজার বিশেষ আকর্ষণ হিসেবে ছিল শিশুরূপে নবজাতক লোকনাথ ব্রহ্মচারীর কাল্পনিক মূর্তি পূজা। এরপর বিকেল চারটায় পূজার উদ্ধোধন করলেন লোকনাথ ভক্ত তথা উক্ত মন্দিরের পূজারী পবিত্র পাল। শিশুমূর্তি লোকনাথ বাবার স্নান, জন্মদিনের কেক কাটা হয়। সাড়ে পাঁচটায় সন্ধ্যা আরতি এবং সত্নান প্রাপ্তিতে ইচ্ছুক উপস্থিত মায়েরা কাল্পনিক শিশু লোকনাথ বাবাকে কোলে নিয়ে সোনার চামচের দ্বারা দূধ খাওয়ানো হয়। তাছাড়া রাত সাতটা থেকে নয়টা অবধি চলে আর্শীবাদ ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ।

সেন্ট্রাল রোড লোকনাথ বাড়িতে জন্মাষ্টমী ও লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি পালন

পূজারী পবিত্র পাল বলেন, আজকের এই দিনটি সমগ্ৰ বিশ্বের কাছে এক গুরুত্বপূর্ণ দিন, এই দিনেই সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও ত্রিকালজ্ঞ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি। এইদিনে শিশু লোকনাথ বাবার মূর্তিকে পূজার্চনা ও দুধ খাওয়ালে যেমন মায়েদের সন্তান লাভ হয় তেমনিই পুরুষরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকেন। এই দিনেই লোকনাথ বাবা অধর্মকে পরাজয় ও ধর্মকে জয় করতে এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, উনার ত্যাগ ও সাধনা এই পৃথিবীর মানুষদের কল্যাণার্থে অমর হয়ে থাকবে। সেদিন সহযোগিতায় ছিলেন সম্পাদক জিৎ দাস, বাপ্পা দাস সহ অন্যান্যরা।

সেন্ট্রাল রোড লোকনাথ বাড়িতে জন্মাষ্টমী ও লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি পালন
সেন্ট্রাল রোড লোকনাথ বাড়িতে জন্মাষ্টমী ও লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি পালন

Author

Spread the News