সন্তোষমোহন দেবের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন
বরাক তরঙ্গ, ২ আগস্ট : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করল শিলচর জেলা কংগ্রেস। শুক্রবার ইন্দিরা ভবনে জননেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং রাজীব ভবনের সামনে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, এপিসিসির মুখপাত্র সঞ্জীব রায়, ডিসিসি সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, ডিসিসির সহ-সভাপতি অমিতাভ সেন, সুজন দত্ত, সীমান্ত ভট্টাচার্য, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, এনএসইউআই জেলা সভাপতি জম্মজয় চৌধুরী, বাবুল হোড়, আব্দুল রাজাক, অর্কদীপ সাহা, কৌশল দত্ত, ময়ীনুল হক, আমরুল হক, তাহির আহমেদ, হাসানুল মান্নান খান, মৈরাঙ্গী সিংহ, মান্না পাল প্রমুখ।
এরপর জননেতার উপর “ইতিবাচক মনোভাবের সাথে নেতৃত্ব” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভিন্ন বক্তা সন্তোষমোহন দেবের কাজকর্ম, দক্ষতা তুলে ধরেন। সমগ্র উত্তর-পূর্ব বর্তমানে এই প্রয়াত নেতার সাহসী নেতৃত্বের অভাব অনুভব করছে বলে অভিমত প্রকাশ করেন বক্তারা।