ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : নানা কার্যসূচির মধ্যে দিয়ে শনিবার যৌথভাবে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করল জেলা স্বাস্থ্য সমিতি। শিলচর উইমেন্স কলেজের সঙ্গে যৌথভাবে আয়োজিত এদিনের কর্মসূচিতে ছিল নানাভাবে কন্যা শিশুর সস্বস্তিকরণ বিষয়ে আলোচনা, ক্যুইজ ও বিভিন্ন বিভাগে পারদর্শী উইমেন্স কলেজের ছাত্রীদের পুরস্কার প্রদান। কলেজের স্থায়ী প্রেক্ষাগৃহে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড০ শান্তনু দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের মুল আলোচনায় কন্যাব্রণ হত্যা রোধ, মায়েদের স্বাস্থ্যসেবা বিষয়ে সরকারি নানা পদক্ষেপের কথা উপস্থাপন করেন জেলা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য আধিকারিক ডাঃ এম আই বড়ভূইয়া। তিনি বলেন, এখনকার মেয়েরা অনেক এগিয়ে। আগে শিক্ষাদীক্ষার ক্ষেত্রে মেয়েদের নানা বঞ্চনা করা হতো। নাবালিকা অবস্থায় মেয়েদের বিয়ে দিয়ে ঘরের চার দেয়ালে বন্দী করে রাখা হতো। এখন অবশ্য এই চিত্রটা অনেক পাল্টেছে। তবে তাদেরকে আরো এগিয়ে নিতে সমাজকে সচেতন করে তুলতে হবে। তাদের শিক্ষিত করে তুলতে হবে এবং সর্বোপরি সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।

সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. শান্তনু দাস বলেন, এখনও অনেক অবিভাবক তাদের কন্যাদের আলাদা করে কেবল মেয়েদের স্কুল কলেজে পড়াতে চান। সেটা একটি ক্ষেত্রে ভালো হলেও সর্বোপরি ছেলেদের পাশাপাশি বসে সবার সমন্বয়ে পড়াশোনা অনেক সুফল এনে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি। সভায় দেশ বিদেশের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত কন্যাদের উদাহরণ দিয়ে উপস্থিত ছাত্রীদের উদ্বুদ্ধ করেন অবসরপ্রাপ্ত চিকিৎসক ডাঃ সুব্রত কুমার নন্দী, মহিলা কলেজের অধ্যাপিকা ডাঃ অজন্তা দাস। স্বাস্থ্য বিভাগের নানা কর্মসূচি বিষয়ে অবগত করেন এন এইচ এমের ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট ড০ গুলবাহার রাজ বড়ভূঁইয়া। অনুষ্ঠানে গ্রুপভিত্তিক ক্যুইজ পরিচালনা করেন ড০ অজন্তা দাস। ক্যুইজে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। পরে মেধাবী পড়ুয়াদের মধ্যে সুনন্দা বরা, ইয়াসমিন আক্তার লস্কর, মণিষা নাথ, পূজা দাস, অঙ্কিতা পাল, রিয়া ঘোষ, সাকিরা বেগম বড়ভূঁইয়া, প্রথমা রায়, বিনিতা চক্রবর্তী ও প্রিয়ানী রায়কে স্মারক দিয়ে পুরস্কৃত করা হয়। সবশেষে ধন্যবাদ সুচক বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের ডেপুটি ডিএমই বাপ্পা দেব। সভায় ফুলের চারা দিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সস্মাননা প্রদান করেন উইমেন্স কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপক সিনহা, এনএইচএমের জেলা সংযোজক ইকবাল বাহার লস্কর ছাড়াও কলেজের শিক্ষক, অশিক্ষক ও ছাত্রীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নরসিংহপুর স্বাস্থ্য কেন্দ্রের হেল্থ এডুকেটর সঞ্জীব দাস।



