সীমান্তে বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার মাদক উদ্ধার, পুলিশের গাড়িতে ঢিল

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার ত্রিপুরার পাহাড়পুরের আমন মিয়ার বাড়ি থেকে। বাংলা‌দে‌শে পাচা‌রের সু‌বিধা‌র্থে বৃহত্তর ত্রিপুরা রা‌জ্যের সীমান্তব‌র্তী বিভিন্ন এলাকায় নেশা কারবারীদের দৌরাত্ম‌্য মাথাচড়া দি‌য়ে উ‌ঠে‌ছে। ত‌বে এসব নি‌য়ে প্রশাসনও হাত পা গু‌টি‌য়ে ব‌সে নেই। গোপন খব‌রের ভি‌ত্তি‌তে বৃহস্প‌তিবার রা‌তে সোনামুড়া মহকুমার সীমান্তভর্তি কাঠালিয়া ব্লকের উত্তর পাহাড়পুর জিপির চার নং ওয়ার্ডের আমন মিয়ার বাড়ি‌তে স্থানীয় পু‌লিশ ও বিএসএফ যৌথ ভাবে হানা দি‌য়ে প্রায় কো‌টি টাকার ফেন্সি‌ডিল সহ গাঁজা উদ্ধার করে।

সীমান্তে বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার মাদক উদ্ধার, পুলিশের গাড়িতে ঢিল

অ‌ভিযা‌নের সময় বাড়ির মালিক আমন মিয়া গা ঢাকা দেওয়া‌য় তা‌কে পাকড়াও করা যায়‌নি ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে। অ‌ভিযান শে‌ষে বা‌জেয়াপ্ত নেশা সামগ্রীগু‌লো নিয়ে আসার সময় পেছনের দিক থেকে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতিরা পুলিশ ও বিএসএফের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে ব‌লে অ‌ভি‌যোগ। এতে প্রশাস‌নের দু‌টি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গে‌ছে। এ কা‌ণ্ডে ও‌সি জানান, বা‌জেয়াপ্ত নেশা সামগ্রীগু‌লোর ম‌ধ্যে ৩৭৬০ বোতল ফেনসিডিল এবং ৩৫ কেজি শুকনো গাঁজা র‌য়ে‌ছে। এ কা‌ন্ডে পলাতক বাড়ির মালিক আমন মিয়ার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা ন‌থিভুক্ত করে তাকে গ্রেফতার করার জন্য পু‌লি‌শি তল্লাশি চলছে।পাশাপা‌শি গাড়ি ভাঙচুর করার ঘটনায় জ‌ড়িত‌দের চি‌হ্নিত ক‌রে আই‌নি ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তে বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার মাদক উদ্ধার, পুলিশের গাড়িতে ঢিল

Author

Spread the News