শিলচরে তিনটি কালভার্ট কাম ফুটপাতের উদ্বোধন দীপায়নের
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শিলচরে তিনটি কালভার্ট কাম ফুটপাতের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হল।শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে রাঙ্গিরখাড়ী সঞ্জয় মার্কেটের সংলগ্ন অসম সরকারের সিএলডিএফ ফান্ডের অধীনে ৪৬ লক্ষ ৬২ হাজার ৫৪২ টাকার ও ২০২২-২৩-এর শিলচর পুরসভার ফিফটিন ফাইন্যান্স কমিশনের ফুড ইনস্টলমেন্টের একটি ৩৫ লক্ষ ও আরেকটি ১০ লক্ষ টাকা ব্যয়ের তিনটি কালভার্ট কাম ফুটপাত ফুটপাতের উদ্ধোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসেবে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আর্বানের কার্যকারী প্রকৌশলী দীপক গোস্বামী, শিলচর পুরসভার সহকারী প্রকৌশলী নবোত্তম শর্মা, কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুদর্শন চৌধুরী, প্রাক্তন পুর কমিশনার অজিত দেব, কাছাড় জেলা মহিলা মোর্চার সভাপতি মিত্রা রায়, শান্তনু রায়, সঞ্জয় রায়, দেবাশিস সোম সহ অন্যান্যরা।
সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিভিন্ন স্কিমের মাধ্যমে শিলচর শহরের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বিগত দিনে কংগ্রেস সরকারের আমলে যেমন নেতা-মন্ত্রীরা দুর্ণীতি করেছেন, তেমনি সরকারি আমলারাও তেমনি দুর্ণীতি করেছেন। যার দরুন সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যাঘাত ঘটেছিল, কিন্তু আজ বিজেপি সরকারের আমলে তা হচ্ছে না বলেই সার্বিক উন্নয়ন করতে সম্ভব হচ্ছে।
![শিলচরে তিনটি কালভার্ট কাম ফুটপাতের উদ্বোধন দীপায়নের শিলচরে তিনটি কালভার্ট কাম ফুটপাতের উদ্বোধন দীপায়নের](https://baraktaranga.com/wp-content/uploads/2024/07/photogrid_17216827863794549726977871338403-1024x657.jpg)
বক্তব্যে আর্বানের কার্যকারী অভিযন্তা দীপক গোস্বামী বলেন, একমাত্র বিধায়ক দীপায়ন চক্রবর্তীর চেষ্টায় এই কালভার্ট কাম ফুটপাতের হতে সম্ভব হয়েছে, এই বিধায়কের বিধায়কের কার্যকালেই শিলচর শহরের উন্নতি ঘটছে বলে তিনি মনে করেন। শিলচর পুরসভার সহকারী অভিযন্তা নবোত্তম শর্মা বলেন, শিলচর শহরকে কেবল স্মার্ট হলে চলবে না সঙ্গে শিলচরবাসীকেও স্মার্ট হতে হবে। এই কালভার্ট কাম ফুটপাত জনগণের সুবিধার্থে বানানো হয়েছে, এটাকে কিভাবে পরিস্কার করে রাখা যায়, সেটার দায়িত্বও জনগনের। এ দিনের অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বিজেপির শিলচর মধ্য শহর মণ্ডল সভাপতি হীরক চৌধুরী।