শিলচরে কারগিল বিজয় দিবস পালন
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : যথাযোগ্য মর্যাদায় শিলচরে পালিত হল ২৫ তম কারগিল বিজয় দিবস। শুক্রবার সন্ধ্যায় তারাপুর ইঅ্যান্ডডি কলোনিতে থাকস কারগিল বিজয় স্মারকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহিদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির রাজ্য সম্পাদক কণাদ পুরকায়স্থ, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী (ঝলক), কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেষ চক্রবর্তী, উপ-সভাপতি রঞ্জিত রায়, শ্যামল সরকার সহ আরো অন্যান্য বিজেপি দলের নেতা -কর্মীরা।