বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : চোরের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে বড় সাফল্য পেল শিলচর সদর পুলিশ। একই রাতে শিলচর শহরের বিভিন্ন এলাকা থেকে মোট ২৫ জন কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতীম দাসের নেতৃত্বে রাতভর অভিযান চালানো হয় মালুগ্রাম, তারাপুর, রাঙ্গিরখাড়ি-সহ শহরের একাধিক এলাকায়। অভিযানে চোরদের কাছ থেকে তামার ও পিতলের বাসন, মোবাইল ফোন, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শিলচর শহরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, গ্রেফতার হওয়া ২৫ জন চোরকে জোরদার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। পুলিশের এই অভিযানে শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

ধৃত চোরেরা হল কুলোবাসী দাস (কালীবাড়িচর), রঞ্জিত দাস (সৎসঙ্গ আশ্রম রোড), শহিদ আলি (উজানতারাপুর), মিনাজ হোসেন বড়ভূইয়া (কানকপুর পার্ট-২), নিতু দাস (রংপুর আঙ্গারজুর), সুজিত দাস (রংপুর শিমুলতলা), রজিজুল হক (চাম্বুপাড়া পাটারি, কামরূপ), রফিক আলি (বরপেটা, গোরাইমারি), অজিত গোয়ালা (চানতিলা, উধারবন্দ), সন্দীপ দাস (দয়াময় কলোনি, শিলচর), জমিল উদ্দিন লস্কর (উত্তর কৃষ্ণপুর পার্ট-৩, দুর্গাপল্লী), রাহুল নাথ (আওয়ালিয়া টিলা), বিজয় দাস (কল্যাণী ইন্দ্রগড়), সেলিম উদ্দিন তালুকদার (হাদারগ্রাম, শ্রীভূমি), নিরঞ্জন দাস (শরৎপল্লী, মহাদেব লেন), হোসেন আহমদ বড়ভূইয়া (শ্রীকোণা পার্ট-৬, ডেইলি বাজার), হিলাল আহমদ (বদরপুর), বান্নু দাস (কনকপুর), অজিত দাস (মেহেরপুর),
দেবব্রত পুরকায়স্থ (মেহেরপুর, বীরবল বাজার), উজ্জ্বল বিশ্বাস (ইটখোলা), সারুক আহমদ বড়ভূইয়া (রামকৃষ্ণপল্লী, ইটখোলা), মনু উদ্দিন মজুমদার (রামকৃষ্ণপল্লী, ইটখোলা), মনির উদ্দিন মজুমদার (রামকৃষ্ণপল্লী, ইটখোলা) ও বাবু রিকিয়াসন (রামকৃষ্ণপল্লী, ইটখোলা, শিলচর)।



