বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : গণতন্ত্র দিবস এবং তার পূর্ববর্তী সময়কে কেন্দ্র করে আজ চতুর্থ শনিবার ও আগামীকাল রবিবার ডিব্রুগড় জেলার কোনও সরকারি দপ্তর বন্ধ থাকবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করে বলা হয়েছে ২৬ জানুয়ারি পর্যন্ত ডিব্রুগড় জেলার সব সরকারি কার্যালয় খোলা রাখতে হবে।
৭৭তম গণতন্ত্র দিবস সুষ্ঠুভাবে আয়োজনের উদ্দেশ্যে জেলা প্রশাসন এই নির্দেশ জারি করেছে। উল্লেখযোগ্য যে, ৭৭তম গণতন্ত্র দিবসে ডিব্রুগড়ের খনিকর ফিল্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। সমস্ত কর্মসূচি নির্বিঘ্নে পরিচালনার জন্য জেলা প্রশাসক সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করে নির্দেশ জারি করেছেন। সেই অনুযায়ী, ২৪ জানুয়ারির চতুর্থ শনিবারের ছুটি, ২৫ জানুয়ারির রবিবার এবং ২৬ জানুয়ারির গণতন্ত্র দিবসের ছুটি ডিব্রুগড় জেলার সরকারি কর্মচারীরা পাবেন না।



