লক্ষ লক্ষ নাগরিকের ভোটাধিকার কৰ্তনের ষড়যন্ত্ৰ : বামপন্থী দলগুলোর নিন্দা

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : অসমে ২৭ ডিসেম্বর, ২০২৫ খসড়া ভোটার তালিকা প্ৰকাশের পর লক্ষ লক্ষ লোকের ভোটাধিকার কৰ্তনের আপত্তি দাখিল হয়েছে। নিয়ম-নীতি ভঙ্গ করে একজন লোক শত শত নাগরিকের বিরুদ্ধে আপত্তি দাখিল করছে। এমনকি বৃহৎ সংখ্যক জীবিত লোককে মৃত দেখিয়ে অভিযোগ দায়ের করে নাম কৰ্তনের হীন প্ৰচেষ্টা চলছে। মূলতঃ ধৰ্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে দাখিল করা হচ্ছে অভিযোগ নামা। বহু স্থানে দেখা গেছে যে কিছু লোকের এপিক নম্বর এবং মোবাইল ফোনের নম্বর ব্যবহার করে ভিন্ন কিছু লোক শত শত অভিযোগ জমা করছে। বহু বিএলও’র অভিযোগ যে বিজেপি দলের নেতারা সংখ্যালঘু ভোটারের নাম কৰ্তনের জন্য সংশ্লিষ্ট প্ৰপত্রে স্বাক্ষর করতে চাপ দিচ্ছে।

এ ধরণের যেমন খুশি আপত্তি দাখিলের ফলে লক্ষ লক্ষ লোক সাংঘাতিক হয়রানির শিকার হচ্ছে। অভিযোগের শুনানির নামে সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার লোককে শুনানি কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। অথচ এই কেন্দ্ৰগুলোতে ন্যূনতম সুবিধা যেমন বসার জায়গা,  শিশুদের রাখার সুবিধা ইত্যাদি নেই। বৃহৎ সংখ্যক লোককে আগের দিন  সন্ধ্যায় নোটিশ প্রদান করে পরদিন সকালে শুনানি কেন্দ্রে হাজির হতে নিৰ্দেশ দেওয়া হচ্ছে। ফলে বহু লোক শুনানির সময় উপস্থিত হতে পারেননি। বামপন্থী দল সিপিআই (এম), সিপিআই, সিপিআই (এম এল), অল ইন্ডিয়া ফরওয়াৰ্ড ব্লক এবং এসইউসিআই (সি) উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে নিৰ্বাচন আয়োগের আধিকারিকরা বিচার বিবেচনা না করে যাদের বিরুদ্ধে আপত্তি দাখিল হয়েছে, তাদের শুনানিতে হাজির হতে নোটিশ প্রদান করছে। বহু কেন্দ্রের বিএলও’কেও মৃত বলে অভিযোগ দাখিল করা হয়েছে এবং নিৰ্বাচন আয়োগ এই ধরনের উদ্ভট ঘটনার বিচার না করে বি এল ও’দের শুনানিতে উপস্থিত হতে নিৰ্দেশ দিয়েছে।

এতে সন্দেহ নেই যে বিজেপির সাম্প্ৰদায়িক রাজনীতির অংশ হিসেবে সংখ্যালঘু লোকের ভোটাধিকার কৰ্তনের জন্যই এই ধরনের জঘন্য কৰ্মকাণ্ড ঘটছে। নিজেদের জনবিরোধী ও অগণতান্ত্ৰিক কার্যকলাপের জন্য বিজেপি নেতৃত্বাধীন মোৰ্চা সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই বিজেপি বিরোধী ভোট গণহারে হ্ৰাস করতেই এই হীন ষড়যন্ত্ৰ। বামপন্থী দলগুলো বিজেপির এই ধরনের সাম্প্ৰদায়িক, অগণতান্ত্ৰিক ও সংখ্যালঘু বিরোধী কৰ্মকাণ্ডের তীব্ৰ নিন্দা জানায়। কোনও ভারতীয় নাগরিকের নাম যাতে ভোটার তালিকা থেকে কৰ্তন করা না হয় তা সুনিশ্চিত করতে বামপন্থী দল সিপিআই (এম), সিপিআই, সিপিআই (এম এল), অল ইন্ডিয়া ফরওয়াৰ্ড ব্লক এবং এসইউসিআই (সি)- নিৰ্বাচন আয়োগের নিকট দাবী জানায়। ভুয়া ও ভিত্তিহীন সব ধরনের অভিযোগ নিৰ্বাচন আয়োগের খারিজ করা দরকার বলে মনে করে। যে ধরনের ভিত্তিহীন, ভুয়া তথ্য ব্যবহার করে অভিযোগ দাখিল করা হয়েছে, তাদের বিরুদ্ধে নিৰ্বাচন আয়োগের কঠোর আইনী ব্যবস্থা গ্ৰহণ করা উচিত। নাগরিকের ভোটাধিকার কৰ্তন ও জঘন্য সাম্প্ৰদায়িক বিভাজনের জন্য বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্ৰতিবাদ সাব্যস্ত করতে বামপন্থী দলগুলো জনসাধারণের নিকট আহ্বান জানান সুপ্ৰকাশ তালুকদার
(সিপিআইএম), কনক গগৈ (সিপিআই), বিবেক দাস (সিপিআই এম-এল), মিহির নন্দী (ফরওয়াৰ্ড ব্লক) ও চন্দ্ৰলেখা দাস (এসইউসিআই (সি))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *