দু’টি বাইকের মুখোমুখি, হত পাঁচ

১৯ জুলাই : মুখোমুখি সংঘর্ষে দুই বাইকে চালক সহ মোট পাঁচ জনের মৃত্যু। আরও দুইজনের অবস্থা সঙ্কটজনক। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বাকি তিন জন হাসপাতালে মারা যান। বাকি গুরুতর আহত দুইজন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গেছে, দুটি মোটর সাইকেলের মধ‍্যে একটিতে চালক সহ চারজন ছিলেন। অন‍্যটিতে চালক সহ তিনজন। তারা এক জায়গার ছিলেন না। কেউ কুশমোড়ের করমজি গ্রামের বাসিন্দা। কেউ স্থানীয় যশোহরি গ্রামের। মহরম উপলক্ষ্যে তারা বন্ধুদের সঙ্গে বাইকে ঘুরতে বের হয়েছিল। মৃতদের নাম সামসুল হক, মিসবুল হক, আরিফ মহম্মদ, নাসিম সেখ ও রহমতুল্লা। বুধবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার পুরাপাড়া গ্রামের কাছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নলহাটির দিক থেকে একটি মোটর সাইকেলে চেপে তিন যুবক রামপুরহাটের দিকে আসছিল। সামনের দিক থেকে অপর একটি বাইক আসছিল চার যুবক। ১৪ নম্বর জাতীয় সড়কে রামপুরহাট থানার পুরাপাড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখী সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মোটর সাইকেল আরোহীর। গুরুতর আহত হন বাকি পাঁচজন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে মৃত্যু হয় আরও তিন জনের।

Author

Spread the News