বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : সরস্বতী পুজোর দিন গুয়াহাটির কাহিলীপাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবতী। অভিযোগ, একটি ১০৮ অ্যাম্বুলেন্সের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবতীর নাম লুনা ভরদ্বাজ (২৬)। তিনি বঙাইগাঁও জেলার উত্তর শালমারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। একই দুর্ঘটনায় দেৰগাঁওয়ের অচ্যুত বরুয়া নামের আরও এক যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
সদৌ অসম ১০৮ অ্যাম্বুলেন্স কর্মচারী সংস্থা দুর্ঘটনার জন্য অ্যাম্বুলেন্স চালকের অনভিজ্ঞতাকে দায়ী করেছে। সংস্থার সভাপতি ও মুখ্য সম্পাদকের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু সেই দাবিগুলি পূরণ না করে সরকারপক্ষের অধীনস্থ GVK EMRI Green Health Services সংস্থা অভিজ্ঞ কর্মীদের বদলে অনভিজ্ঞ চালক নিয়োগ করে পরিষেবা চালিয়ে যাচ্ছে। সংস্থার দাবি, এই দুর্ঘটনা সেই অব্যবস্থাপনা ও অবহেলারই ফল। এই মর্মান্তিক ঘটনা আবারও জরুরি চিকিৎসা পরিষেবার মান, চালকদের প্রশিক্ষণ এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।



