ঠিকাদারি বাণিজ্য ঘিরে কৈলাসহর দীঘিরপাড়ে তুমুল সংঘর্ষ, আহত ২, শূন্যে গুলি পুলিশের

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : সরস্বতী পূজার বিকেলে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে কৈলাসহরের প্রাণকেন্দ্র। ঠিকাদারি বাণিজ্যকে কেন্দ্র করে শহরের কাতাল দীঘিরপাড় এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত রণক্ষেত্রের চেহারা নেয়। সংঘর্ষের জেরে আহত হন কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। পাশাপাশি যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধরের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। কাতাল দীঘিরপাড় এলাকায় অবস্থিত শাসকদলের একটি অঘোষিত কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্যে তিন রাউন্ড গুলি চালাতে হয় এবং লাঠিচার্জ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, মহকুমা আধিকারিক রাগুল এ, কৈলাসহর থানার ওসি তাপস মালাকার-সহ বিশাল পুলিশ বাহিনী, সিআরপিএফ ও অন্যান্য কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে এলাকা থমথমে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *