বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর-কিশোরী সংগঠন কমসোমল এর কাছাড় জেলা কমিটি। এদিন সকাল ৮ টায় শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে কমসোমল সহ সংগঠনগুলোর সদস্যদের সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা প্রথমে গান্ধীবাগস্থিত নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে। সেখান থেকে রাঙ্গিরখাড়িস্থিত নেতাজী সুভাষচন্দ্র মূর্তির পাদদেশে পৌঁছালে কমসোমল এর সদস্যরা ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে নেতাজীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মহিলা সংগঠন এআইএমএসএস এর জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি, যুব সংগঠন এআইডিওয়াইও-র জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, ছাত্র সংগঠন এ আই ডি এস ওর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য এবং কিশোর-কিশোরী সংগঠন কমসোমলের কাছাড় জেলা কমিটির আহ্বায়ক অরূপ মালাকার সহ উপস্থিত সংগঠনগুলোর অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও সংগঠনগুলোর পক্ষ থেকে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস উদযাপনের তাৎপর্য ব্যাখ্যা করেন মহিলা সংগঠন এআইএমএসএস এর জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি।
সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয় যে গত ১৮ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত নেতাজীর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। গত ১৮ জানুয়ারি শিলচরের সরকারি উচ্চতর বালক বিদ্যালয়ে ক্রীড়া ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শিলচরের গান্ধিভবনে। সেদিন পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা থাকবে। এছাড়াও এদিন ধোয়ারবন্ধ, ছোট দুধপাতিল, শ্রীকোণা, আশ্রমরোড, মেহেরপুর, চিরুকান্দি, ফকিরটিলা ইত্যাদি স্থানে নেতাজির ১৩০তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

এর পাশাপাশি নেতাজি চর্চা সমিতি, কাছাড় এর সদস্য- সদস্যরা গান্ধীবাগস্থিত নেতাজি মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। তারাও এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করে রাঙ্গিরখাড়িস্থিত নেতাজি সুভাষচন্দ্র মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সমিতির সম্পাদক সুব্রত চন্দ্র নাথ, শিহাব উদ্দিন আহমেদ, নকুলরঞ্জন পাল, কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক অজয় রায়, ভবতোষ চক্রবর্তী, দীলিপ নাথ প্রমুখ সেখানে উপস্থিত হয়ে মাল্যদান করেন।



