পরাক্রম দিবসে সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশের সঙ্গে শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়েও পালিত হল পরাক্রম দিবস। এদিন সকালে নেতাজির প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষার্থীরাও। অংশ নেয় কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়ারাও।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক পন্থ নেতাজির অদম্য সাহস ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আজও দেশবাসীর কাছে এক চিরন্তন প্রেরণার উৎস। তাঁর অটল সাহস ও দেশসেবার প্রতি নিষ্ঠাই জাতির অগ্রগতির মূল শক্তি।

অনুষ্ঠানে নেতাজির জীবন ও সংগ্রামের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ ড. আর পি সিং, ছাত্রকল্যাণ ডিন অধ্যাপক অনুপ কুমার দে, এনএসএসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক এম গঙ্গাভূষণ, অধ্যাপক কৃষ্ণ মোহন ঝা, ড. জাওয়েদ রহমানি প্রমুখ। তাঁদের আলোচনায় নেতাজির নেতৃত্বগুণ, ত্যাগ ও সমসাময়িক ভারতে তাঁর আদর্শের প্রাসঙ্গিকতা বিশেষভাবে উঠে আসে। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে আরও প্রাণবন্ত করে তোলেন বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগের ছাত্রছাত্রীরা। তাঁদের আবেগঘন পরিবেশনা উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *