বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : হাইলাকান্দি রোডের নিউ শিলচরের সর্বজনীন শনি মন্দিরের বার্ষিক উৎসব আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনি মন্দির পূজা কমিটির সভাপতি অসীম দাস অপু, সম্পাদক সুশীল পাল, কোষাধ্যক্ষ অমিত পোদ্দার সহ অন্যান্য সদস্যবৃন্দ জানান, সন্ধ্যা ৫ টায় পূজারম্ভ হবে। সন্ধ্যা ৬টায় অঞ্জলি প্রদান এবং সন্ধ্যা ৭টা থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এছাড়াও সন্ধ্যায় বাউল সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবছর মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে রসিদ দিয়ে কোনও চাঁদা সংগ্রহ করা হচ্ছে না। তবে কোনও ভক্ত যদি স্বেচ্ছায় মনোবাসনা পূরণের উদ্দেশ্যে দান বা অর্ঘ্য প্রদান করতে চান, তাহলে মন্দিরে এসে সরাসরি কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
পূজা কমিটির পক্ষ থেকে সকল ভক্তপ্রাণ মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে পূণ্য লাভ ও মহাপ্রসাদ গ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান তাঁরা।



