বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : অসমের ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় বেআইনিভাবে সাম্প্রদায়িক উদ্দেশ্যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ভারতীয় নাগরিকদের নাম কর্তনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করেছে এসইউসিআই (কমিউনিস্ট) দল। শুক্রবার দলের অসম রাজ্য কমিটির চার সদস্যের একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই স্মারকপত্র জমা দেয়। স্মারকপত্রে অভিযোগ করা হয়, বর্তমানে রাজ্যে চলমান ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় আইন লঙ্ঘন করে উচ্ছেদিত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি, ভিত্তিহীন ও নিয়ম বহির্ভূতভাবে একটি দুষ্ট চক্রের মাধ্যমে ৭ নম্বর ফরম পূরণ করে শত শত ধর্মীয় সংখ্যালঘু নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে।
এছাড়া অভিযোগকারীর অনুপস্থিতিতেও অভিযোগ খারিজ না করে সেই অভিযোগের ভিত্তিতেই শুনানি গ্রহণ করা হচ্ছে, যার ফলে হাজার হাজার সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়। এই ধরনের অনিয়ম বন্ধে নিরপেক্ষ সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। একই সঙ্গে জাতি ও ধর্ম নির্বিশেষে প্রত্যেক ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সুরৎজ্জামান মণ্ডল।



