দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ভারত সরকারের ‘কৌশল ভারত বিকশিত ভারত’ লক্ষ্যাংশের অধীনে উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে শিক্ষানবিশ খাতের অগ্রগতি ত্বরান্বিত করতে NAPS-এর বিশেষ পাইলট উদ্যোগ নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শ্রীকোণা আইটিআই অডিটোরিয়ামে এক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় স্থানীয় শিল্পপতি, প্রশাসক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভর ভারত গঠনের উপর জোর দেওয়া হয়।পঞ্চ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মশালার শুভারম্ভ হয়, যাতে উপস্থিত বিশিষ্ট অতিথিদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। প্রধান অতিথিরা ছিলেন কর্ম বিনিয়োগ কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মনোজ কানু, শ্রীকোণা আইটিআই-র সিনিয়র অধ্যক্ষ বানেশ বড়ো, পাওয়ার গ্রেডের ডেপুটি ম্যানেজার নিশিনাথ পাল, জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়াই. রণি সিংহ, বরাক ইস্পাত প্রাইভেট লিমিটেডের রাজেন্দ্র আগারওয়াল, জৈন উদ্যোগের রাজিব অধিকারী, বরাক ভ্যালির সিমেন্ট কোম্পানির সিইও বাবলা দাস এবং রামাইয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রতিনিধি বিবেক প্রসাদ সাহা। এছাড়া আইটিআই-র ইন্সট্রাক্টর কিশোর চক্রবর্তী, দিপালী দাসসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
বক্তব্যে কর্ম বিনিয়োগ কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মনোজ কানু বলেন, “এই কর্মশালা উত্তর-পূর্বাঞ্চলের যুবকদের দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীল ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বাড়াতে এবং NAPS-এর অধীনে প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানানোর উদ্দেশ্যে আয়োজিত।”রামাইয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রতিনিধি বিবেক প্রসাদ সাহা তাঁর বক্তব্যে বলেন, “এই সমাবেশ কেবল আলোচনার জন্য নয়, বরং যুবকদের ভবিষ্যতের কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হওয়ার পথ তৈরি করার জন্য। শিক্ষানবিশ তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার মধ্যে দূরত্ব পূরণ করে শিল্পের জন্য দক্ষ কর্মশক্তি সরবরাহ করবে। আমরা শিক্ষানবিশকে সহজলভ্য, নমনীয় ও প্রভাবশালী করে তুলব, যাতে প্রত্যেক উচ্চাকাঙ্ক্ষী যুবক এর সুবিধা পায়।” তিনি আয়োজক, প্রতিষ্ঠান, আইটিআই প্রিন্সিপাল ও ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানোর জন্য আনন্দ প্রকাশ করেন এবং কর্মশালার সাফল্য কামনা করেন।



