বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : রংপুর শান্তি পাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। একটি মোবাইল টাওয়ারের উপর উঠে পড়ে দুই নাবালক। আচমকা এই দৃশ্য দেখে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশ ও এসডিআরএফ-কে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে SDRF এবং পুলিশ প্রশাসন। দীর্ঘ প্রচেষ্টার পর নিরাপদে দুই শিশুকে নিচে নামানো সম্ভব হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে দুই শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং তারা কোনও রকম শারীরিক আঘাত পায়নি। তবে তারা কী কারণে ভোরবেলায় মোবাইল টাওয়ারে উঠে পড়েছিল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। প্রশাসনের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পৌঁছেন বিধায়ক মিহিরকান্তি সোম।



