দুর্ঘটনার ক্ষতিপূরণ এক লক্ষ টাকা দাবি, আত্মহত্যার চেষ্টা অটো চালকের, মামলা

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : দুর্ঘটনার ক্ষতিপূরণ এক লক্ষ টাকা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ায় আত্মহত্যার চেষ্টা অটো চালকের। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিলকুড়ি ক্যাম্প এলাকায়। বুধবার এ ঘটনার পর যুবকের বোন রুবি নুনিয়া চারজন অভিযুক্ত করে ঘুংগুর পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন। তিনি এফআইআরে উল্লেখ করেন গত ১৩ জানুয়ারি শিলকুড়ি ডাকঘরে তার বড়ভাই অনুজ নুনিয়া তার অটো দুর্ঘটনার শিকার হলে আহত হন আয়েশা বেগম নামে এক মেয়ে। এরপর গ্রামীণ বিচার হলেও কোন সমাধান হয়নি। বুধবার সকাল আটটা প্রদীপ নুনিয়া নামে এক ব্যক্তি ফোন করে জানায় আহত মেয়ের বাড়িতে আসতে। সেমতে ভরাখাই আব্দুল মিয়ার বাড়িতে অনুজ যায়। তাকে জোরজবরদস্তির ঘরে ঢুকিয়ে আজ এক লক্ষ টাকা দাবি করেন না হলে প্রাণে শেষ করে দেওয়ার হুমকি দেন। এতে অনুজ মানসিক ভাবে  অসুস্থ হয়ে পড়ে। এরপর ঘরের পেছনে থাকা একটি গাছের ডালে ওড়না দিয়ে ঝুলিয়ে পড়ে। এমন অবস্থায় তার পিসি রেখা নুনিয়া দেখতে পেয়ে চিৎকার দেন। সঙ্গে সঙ্গে বাড়ির লোকরা তাকে তড়িঘড়ি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মেডিক্যাল নিয়ে যান। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থা সঙ্গীন বলে জানান রুবি নুনিয়া।

তিনি মামলায় আব্দুল মিয়া, সুরোজ গৌড়, প্রদীপ নুনিয়া ও মুন্না নুনিয়াকে অভিযুক্ত করেন। তদন্ত স্বরূপ সুবিচারের দাবি জানান। তবে ঘটনা নিয়ে বিবাদীদের কোন মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *