ভারী বৃষ্টিতে বিমানবন্দরের টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ল, মৃত্যু ১
২৮ জুন : প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। ছাদ ভেঙে পড়ার ঘটনায় একজন প্রাণ হারালেন। আহত হন অন্তত আট জন।
এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওয় দেখা গেছে, ছাদের একাংশ ভেঙে পড়ায় এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি গাড়ির ভেতরে আটকে থাকা এক জনকে উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে ঘটনার পরেই খবর দেওয়া হয় দিল্লির দমকল বিভাগকে। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই এক জন মারা যান। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে।
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানিয়েছে, দুর্ঘটনার কারণে আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড়ান স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তার কারণে ‘চেক-ইন’ কাউন্টারগুলিও বন্ধ থাকছে। কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে রাজধানীতে। আর শুক্রবার সকালেই ঘটে গেল এই দুর্ঘটনা। এদিকে, বৃহস্পতিবার জবলপুরের ডুমনা বিমানবন্দরের ছাদের একাংশও ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন যে এই ঘটনার পর এ পর্যন্ত কমপক্ষে ১৬টি প্রস্থান ফ্লাইট এবং ১২টি আগমন ফ্লাইট বাতিল করা হয়েছে।