সড়ক দুর্ঘটনায় ভাঙ্গার ব্যবসায়ীর মৃত্যু
বরাক তরঙ্গ, ২৪ জুন : বাড়ি আর ফেরা হল না লালারচকের কমরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর। লামাজুয়ারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাঙ্গা বাজারের মুদির দোকানের মালিক কমরুল ইসলাম তাপাদার (৩৮)।
রবিবার রাত এগারোটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে লামাজুয়ারের বাদেমাইজ এলাকায় এসে অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিনি। কিছুক্ষণ পর পথচারীদের নজরে পড়লে হইচই শুরু হয়। সঙ্গে সঙ্গে বদরপুর থানায় খবর দিয়ে স্থানীয়রা কমরুলের দেহ শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান। এ দিকে কমরুল ইসলামের দুর্ঘটনার খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসেন পরিবারের লোকজন। তাঁর পরিবারে রয়েছেন মা, স্ত্রী, দুই মেয়ে, পাঁচ ভাই, চার বোন। কমরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা ভাঙ্গা সহ ঘোড়ামারা এলাকায় পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।