শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : ভাগাডহর জনশক্তি ক্লাবের এমএলএ কাপ সেভেন-এ সাইড নাইট ফুটবলে চ্যাম্পিয়ন হল মন্নত এফসি মধুরবন্দ। মঙ্গলবার রাতে ২-১ গোলে হারায় বিকে দানিশ এফসি-কে। মন্নতের দু’টি গোল করেন দিনদয়াল তাপা। তিনি ১৮ ও ২০ মিনিটে গোল করেন। খেলার শুরুতে এগিয়ে ছিল দানিশ এফসি। ১৬ মিনিটে গোল করেন জসোয়া মার। এরপর পিছিয়ে পড়ে। ফাইনালে সেরা খেলোয়াড় পুরস্কার পান দিনদয়াল তাপা।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। তিনি ফাইনাল ম্যাচের সূচনা করেন। পুরস্কার বিতরণের মঞ্চে অতিথি রূপে ছিলেন ফাটক বাজার নিউ মার্কেট ভেজেটেবল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি নিশিকান্ত রায়, সহ-সভাপতি ময়ীনুল ইসলাম লস্কর, পটল ঘোষ, রঞ্জিত চন্দ, রানা দাস, মনজুর আহমদ চৌধুরী, ক্লাবের সভাপতি আব্দুল আহাদ লস্কর, সম্পাদক হানিফ উদ্দিন বড়ভূইয়া প্রমুখ। উল্লেখ্য, ফাইনাল ম্যাচের দু’টি ট্রফি স্পনসর করে ফাটক বাজার নিউ মার্কেট ভেজেটেবল মার্চেন্ট অ্যাসোসিয়েশন।



