শ্ৰীভূমি শহরের ঐতিহ্যবাহী পরমানন্দ যোগা মহাবিদ্যালয়ের ৩৫তম প্রতিষ্ঠা বর্ষ মহোৎসব

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : শ্রীভূমি শহরের গৌরবময় ঐতিহ্যের ধারক-বাহক পরমানন্দ যোগা মহাবিদ্যাপীঠ তার ৩৫তম বর্ষ উদযাপন করল। এ উপলক্ষে জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এক যোগাসন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠান, যেখানে জেলার বিভিন্ন প্রান্তে অবস্থিত পরমানন্দ যোগা মহাবিদ্যালয়ের শাখা বিদ্যালয়গুলোর কনিষ্ঠ থেকে নবীন—সকল স্তরের ছাত্রছাত্রীরা অংশ নেনকর্মসূচির সূচনার পর থেকেই উপস্থিত দর্শকদের মন জয় করে নেয় ক্ষুদে যোগশিল্পীদের দৃষ্টিনন্দন পরিবেশনা। তারা বিভিন্ন ধরণের যোগাসন, ব্যালেন্স, ফ্লেক্সিবিলিটি ও হার্টফুল মুভমেন্ট প্রদর্শন করে মুহূর্তে আয়োজনে এনে দেয় প্রাণচাঞ্চল্য।দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সভিত্তিক ও দক্ষতাভিত্তিক বিভাগে অংশগ্রহণকারীরা দক্ষতার সঙ্গে প্রতিযোগিতা করে। পরবর্তীতে বিভাগ অনুযায়ী সেরাদের হাতে ট্রফি, মেডেল ও সম্মাননাপত্র প্রদান করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের ভবিষ্যৎ সাফল্যের কামনা করেন ও নিয়মিত যোগাভ্যাসে উৎসাহিত করেন।

অনুষ্ঠানের শেষে পরমানন্দ যোগাসন মহাবিদ্যালয়ের প্রধান প্রশিক্ষক বিনয় ভট্টাচার্য বলেন, গত ৩৫ বছরে আমরা যে সাফল্য পেয়েছি, তা আমাদের শিক্ষার্থীদের অধ্যবসায়, অভিভাবকদের সহযোগিতা এবং শ্রীভূমি এলাকার মানুষের ভালোবাসাতেই সম্ভব হয়েছে। আগামী দিনে আমরা আরও বেশি শিশু ও তরুণদের যোগশিক্ষার মাধ্যমে শারীরিক, মানসিক ও নৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই।তিনি আরও বলেন, যোগাসনকে জনপ্রিয় করে তোলা এবং শিশুদের সুস্থ-সবলভাবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।উপস্থিত সকল শিক্ষক, অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ। এ যেন শুধু একটি বার্ষিক অনুষ্ঠান নয় ৩৫ বছরের ঐতিহ্য, শৃঙ্খলা, স্বাস্থ্যচর্চা ও যোগদর্শনের প্রতি এক মহিমান্বিত শ্রদ্ধার্ঘ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *