জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু এক CRPF জওয়ানের
১২ জুন : জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হল এক CRPF জওয়ানের। আহত হয়েছেন আরও ৬ জন নিরাপত্তারক্ষী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কাঠুয়া এবং ডোেডা জেলায়। অন্যদিকে, নিরাপত্তারক্ষীদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর এক অফিসার জানিয়েছেন, আহতদের মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় রাইফেলের ৫ জন জওয়ান এবং একজন বিশেষ পুলিশ অফিসার।
মঙ্গলবার রাতে তাঁদের লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা। নিরাপত্তার দায়িত্বে থাকা CRPF জওয়ান কবীর দাস জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
এই হামলার ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে প্রতিটি বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকের লড়াই চলছে। তিনদিন আগে তীর্থযাত্রীদের একটি বাসে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। সেই হামলায় প্রথমে ৯ ও পরে আর এক জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। তারপর আবার জঙ্গি হানা।