জ্বলছে জিরিবাম, পুলিশের গুলিতে মৃত্যু যুবকের
কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : জ্বলছে জিরিবাম, বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ জিরিবাম শহরে এক তরতাজা মৈতেই যুবকের মৃত্যু ঘটল। হত যুবক স্থানীয় তম্বা সিংহের ছেলে বছর ২৫ এর আথৌবা সিংহ। মণিপুর পুলিশের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন এই যুবক। পুলিশের গুলিতে আহত হয়েছেন আরও দুই যুবক।
রবিবার রাতে উত্তেজিত মৈতেই যুবকের দল বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পর এক সময় তারা ধাওয়া করেন পুলিশ গেস্ট হাউসের দিকে। ঐ সময় পুলিশ বাধ্য হয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায়। পুলিশের ছোড়া গুলিতে আথৌবা সিংহ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও দু’জন।