শিলচরে নেতাজির জন্মবার্ষিকীতে দু’দিনের কর্মসূচি কেন্দ্রীয় উদযাপন কমিটির

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : শিলচরে ২৩ ও ২৪ জানুয়ারি দু’দিনব্যাপ কর্মসূচির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মবার্ষিকী পালন করবে কেন্দ্রীয় নেতাজি জন্ম দিবস উদযাপন কমিটি। মঙ্গলবার নাজিরপট্টির রূপমের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কমিটির সভাপতি নীহাররঞ্জন পাল। তিনি জানান, প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ১৮ জানুয়ারি গোলদিঘি মলে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মার্চপাস্টের মহড়া চলছে এবং ২১ জানুয়ারি বেস্ট ক্যাডেট প্রতিযোগিতা হবে। মূল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষাবিদ জয়া দেব।সাধারণ সম্পাদক সন্তোষকুমার দে জানান, ২৩ জানুয়ারি সকাল ৬টা ৩০ মিনিটে নার্সিংটোলা ফিল্ড থেকে শোভাযাত্রা শুরু হবে। এটি প্রধান সড়কগুলি দিয়ে অতিক্রম করে রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির চারদিকে প্রদক্ষিণ করে ইন্ডিয়া ক্লাব ফিল্ডে শেষ হবে। সকাল ৯টায় পতাকা উত্তোলনের পর মার্চপাস্ট ও অন্যান্য কর্মসূচি হবে। দুপুর ১২টা ১৫ মিনিটে নেতাজির জন্মলগ্ন ঘোষণা করা হবে। বিকেল ৪টায় বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা ও একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।

মুখ্য উপদেষ্টা ড. বিভাস দেব জানান, ২৪ জানুয়ারি বিকেল ৫টায় গান্ধী ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিজয়ী বিদ্যালয়গুলিকে পুরস্কার প্রদান করা হবে। সহ-সভাপতি রাজকুমার পাল সকল স্তরের মানুষকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান এবং যথাযথ মর্যাদায় দিনটি উদযাপনের অনুরোধ করেন। সাংবাদিক সম্মেলনে অডিটর কল্যাণ পাল, প্রচার সম্পাদক উত্তম সরকার, কাজল কর্মকার সহ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *