রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : ফের মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। সোমবার সন্ধ্যায় সোনাইর কচুদরম পঞ্চম খণ্ডে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে পুলিশ। পাশাপাশি আটক করা হয় এক পাচারকারীকে।
অভিযান চালিয়ে আনোয়ার হোসেনের ঘর থেকে ৩০টি সাবানের কেস থেকে ৩৬৫ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে সঙ্গে আনোয়ার হোসেন নামের এক যুবককে আটক করে। বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য ২ কোটি টাকা হবে বলে জানা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান আটক করা আনোয়ার হোসেনকে পুলিশ জোরকদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে অতি শীঘ্রই তাদেরকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
এদিকে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন।



