বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : আগরতলায় শুরু হল রাজ্যের মণিপুরি সম্প্রদায়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকোৎসব “পৃথিবা লাই-হারাওবা”-এর ১৬তম উৎসব ও মেলা। সোমবার আগরতলার অন্দর্নগর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়।
পৃথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি ও পৃথিবা লাই-হারাওবা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিশেষ সহযোগিতা করেছে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন। মণিপুরি সংস্কৃতির আদি দেবদেবীর পূজা, ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে লাই-হারাওবা উৎসবের তাৎপর্য তুলে ধরা হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এল সুশিন্দ্রো মৈতেই, এস দীপককুমার সিং (সভাপতি), কন্থৌজম জয় চন্দ্র (বিশেষ অতিথি), হীরালাল দেবনাথ (বিশেষ অতিথি), পাপিয়া দত্তসহ আরও বহু বিশিষ্ট সমাজকর্মী, সংস্কৃতিপ্রেমী ও আয়োজক সংস্থার প্রতিনিধিরা।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই উৎসবের মাধ্যমে মণিপুরি জনগোষ্ঠীর প্রাচীন সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও সামাজিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি সাংস্কৃতিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন বিভিন্ন ধর্মীয় আচার, লাই-হারাওবা নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পী ও দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ হয়ে উঠেছে উৎসবমুখর।
ছবি সৌজন্যে Rtv Tripura.



