কাশিপুরে বরাক নদী থেকে উদ্ধার স্থানীয় ব্যক্তির দেহ
বরাক তরঙ্গ, ৩ জুন : বন্যার জল থেকে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার হল। কাছাড়ের কাশিপুরে বরাক নদী থেকে উদ্ধার ৬৩ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম ছটলাল রবিদাস।
জানা যায়, রবিবার সন্ধ্যা থেকে সন্ধ্যানহীন ছিলেন তিনি। সোমবার সকালে ঘরের কাছে বরাক নদী থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা বরাক নদীতে মৃতদেহ দেখে খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজেস্ট্রেট ও পুলিশকর্মীরা উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।