বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা ওবিসি মোর্চার পাব্লিকেশন সেলের কনভেনর হিসাবে নিযুক্তি পেলেন ধলাই সমষ্টির পানিভরা বাজারের বাসিন্দা তরুণ বিজেপি কর্মী প্রীতম ঘোষ। বিজেপির জেলা সভাপতি রূপম সাহার অনুমোদনক্রমে ওবিসি মোর্চার জেলা সভাপতি কিশোর পাল তাঁকে মোর্চার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করেছেন। পাশাপাশি প্রীতমকে পালংঘাট মণ্ডল ওবিসি মোর্চার প্রভারী হিসাবেও অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দ্দেশ প্রদান করা হয়েছে।
এদিকে প্রীতম ঘোষ জেলা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় বিভিন্ন মহল থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। ওবিসি মোর্চার জেলা কমিটিতে তাঁকে স্থান দেওয়ার জন্য জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, মোর্চার জেলা সভাপতি কিশোর পাল সহ জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রীতম। সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করে তোলাই হচ্ছে তার মুখ্য উদ্দেশ্য বলে জানান প্রীতম ঘোষ।



