শুরু হল আসাম বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী সমাবর্তন

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : সোমবার থেকে শুরু হল আসাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন। প্রথম দিন ডি.লিট, পিএইচডি, এমফিল ও স্নাতকোত্তর স্তরের ডিগ্রির শংসাপত্র সহ বিভিন্ন বিষয়ের স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়াও স্ব-স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য মহীন্দ্র গ্রুপের চেয়ারম্যান আনন্দ গোপাল মহীন্দ্র ও আসাম পুলিশের ইন্সপেক্টর জেনারেল পার্থসারথি মহন্তকে সাম্মানিক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়।

আচার্য তথা বায়ুসেনার অবসরপ্রাপ্ত চিফ এয়ার মার্শাল অরূপ রাহার পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো–চ্যান্সেলর স্বামী আত্মপ্রিয়নন্দজি। বক্তব্য রাখতে গিয়ে স্বামী আত্মপ্রিয়নন্দজি, ‘সর্বভূতে হিতে রতঃ’ দর্শনকে গুরুত্ব দেন। তিনি বলেন, প্রকৃত মানুষ হতে হলে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে উদ্ভিদ, প্রাণী ও সমগ্র পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। তিনি ডিপ ইকোলজির ধারণার কথা উল্লেখ করে বলেন, মানুষ প্রকৃতিকে শাসন করার জন্য জন্মায়নি; বরং মানুষ এই বৃহত্তর পরিবেশ ব্যবস্থার একজন অংশগ্রহণকারী মাত্র।

বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ শিক্ষার্থীদের ভবিষ্যতের নৈতিক দিশা নির্ধারণে সমাজের কাছ থেকে পাওয়া অবদানগুলো স্মরণ করার পরামর্শ দেন। এদিন অন্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক শিবাশিস বিশ্বাস, নিবন্ধক প্রদোষ কিরণ নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায় সহ বিভিন্ন স্কুলের ডিনরা।

সমাবর্তনের সূচনার প্রাক্কালে পারফর্মিং আর্টস ও গণজ্ঞাপন  বিভাগের যৌথ প্রযোজনায় দু’টি সঙ্গীত ভিডিও ‘বন্দে মাতরম’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একলা চলো রে’ পরিবেশিত হয়। সঙ্গীত পরিচালনায় ছিলেন ড. জগন্নাথ বর্মন এবং ভিডিও পরিচালনায় অধ্যাপক আলফরিদ হোসেন। প্রসঙ্গত, এই সমাবর্তন চলবে আগামী বুধবার পর্যন্ত। এবার সবমিলিয়ে মোট ১৩৬৬৬ জনকে আনুষ্ঠানিক ডিগ্রি প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *