২৪ জানুয়ারি পূর্ব গোবিন্দপুরে আল-জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে  ইজতেমা

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : আগামী ২৪ জানুয়ারি পূর্ব গোবিন্দপুরে আল-জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মাদানি ও জন-সেবা পরিষদ আসামের যৌথ উদ্যোগে এবং শান্তি মিশন ও আহলুস সুন্নাহ ওয়াল জামা’য়াহ পরিষদের সহযোগিতায় ইজতেমা আয়োজন করা হয়েছে। ওইদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উত্তর পূর্ব ভারত ইসলামি শান্তি মহা সম্মেলন, তাফছিরুল কোরান মহফিল এবং খতমে বুখারি শরিফের দোয়া অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন, উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আধ্যাত্মিক দিশারী, শ্বায়খুল হাদিস ও শায়খুল জামিয়া, আল্লামা শায়খ আহমদ সায়িদ গোবিন্দপুরী। সোমবার শিলচর ইলোরা হেরিটেজে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আধ্যাত্মিক দিশারী, শ্বায়খুল হাদিস ও শ্বায়খুল জামি’য়া, আল্লামা শ্বায়খ আহমদ সায়িদ গোবিন্দপুরী। তিনি জানান, প্রধান আলোচ্য বিষয় শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতা, প্রেম-ভালোবাসা, ঐক্য-সংহতি, ভ্রাতিত্ববোধ, মানবতাবাদ, নামাজ, রোজা, হজ, জাকাত, দেশের সমস্যার সমাধান ইত্যাদি। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যাঙ্গালুরুর আন্তর্জাতিক ব্যক্তিত্ব শায়খুল হাদিস মওলানা সায়াদাতুল্লাহ খান, মুখ্য অতিথি কলকাতার আন্তর্জাতিক ইসলামিক স্কলার মওলানা শেখ সিদ্দিকুল্লাহ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস মওলানা আলিম উদ্দিন সহ বিশিষ্ট ইসলামি পণ্ডিতরা। এই ইজেতেমা তথা  মহা সম্মেলনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের নাগরিকদের সব রকমের সাহায্য সহযোগিতা, দোয়া ও উপস্থিতি কামনা করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসমাইল কাসিমি, ইব্রাহিম আহমদ, হিলাল আরশাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *