বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : নরসিংহপুরে শ্রীকান্ত গোস্বামী স্মৃতি নরসিংহপুর প্রিমিয়ার লিগ সিজন ওয়ান এইট-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল নরসিংহপুর লিজেন্ড। রবিবার হাইভল্টেজ ফাইনাল ম্যাচে তারা প্রতিপক্ষ কিশোর সংঘ নুতনবাজার দলকে ২৩ রানে পরাজিত করে। এদিন টস জিতে কিশোর সংঘ নুতনবাজার প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৮ ওভারে নরসিংহপুর লিজেণ্ড দল সর্বমোট ৮৭ রান সংগ্রহ করে। জবাবে ৭.১ ওভারে ৬৪ রান করে কিশোর সংঘ নুতনবাজার দল অলআউট হয়ে যায়।
এদিনের ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নরসিংহপুর লিজেণ্ড দলের খেলোয়াড় সাহার বড়ভূইয়া । এছাড়াও টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন নরসিংহপুর জুনিয়র দলের প্রবাল দেব, সেরা বোলার কিশোর সংঘ দলের প্রদীপ যাদব ও টুর্নামেন্টের সর্বাধিক ছয় মারার পুরস্কার পেয়েছেন কিশোর সংঘ দলের রাসেল। উল্লেখ্য এদিনের চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ বারো হাজার টাকার অর্থরাশি এবং রানার্স দলকে ট্রফি সহ নগদ ছয় হাজার টাকার অর্থরাশি দিয়ে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার স্পন্সর করেন সব্যসাচী নাথ, রাজদীপ নাথ, জয়দীপ নাথ ও মিল্টন দেব।

ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশু দাস, কাছাড় নাথ যোগী সম্মিলনীর সাধারণ সম্পাদক সৌমিত্র নাথ, বিনাপাণি গোস্বামী, সত্যজিৎ গোস্বামী সুমন, ধলাই নরসিংহপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সহ-সভানেত্রী সায়ন্তিকা গোস্বামী, নরসিংহপুর নর্থ জিপি সভানেত্রীর প্রতিনিধি সজল কান্তি নাথ, মাতৃভূমি সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ যথাক্রমে অশোক কুমার দাস ও বাপ্পা পাল, সনাতন উন্নয়ন সংস্থার সভাপতি অশোক কুমার নাথ, গ্রুপ সদস্য শম্পা নাথ, নবেন্দু নাথ, কনক রাজগুরু, মিহিরকান্তি ভট্টাচার্য, সঞ্জয় নাথ সহ অন্যান্যরা। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন শিলচর স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক কমলেশ দাশ।
শুরুতে প্রয়াত শ্রীকান্ত গোস্বামীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে স্বাগত বক্তব্যে আয়োজক সংস্থার সভাপতি সত্যজিৎ গোস্বামী স্বর্ণলক্ষী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিধায়ক নীহার রঞ্জন দাসের দৃষ্টি আকর্ষণ করেন। টুর্নামেন্টকে সফল করে তুলতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশু দাস বলেন নরসিংহপুর অঞ্চল একসময় খেলাধূলায় অনেক এগিয়ে ছিল এবং এই অঞ্চল থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় জেলা ও রাজ্যিক স্তরে খেলেছেন। বেশ কয়েক বছর পর এই মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে যুব সমাজের প্রতি আহ্বান জানান সীতাংশু বাবু।

মুখ্য অতিথির ভাষণে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন, খেলাধূলায় মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। তিনি আয়োজক সংস্থার কর্মকর্তাদের এধরণের উদ্যোগকে সাধুবাদ জানান। বিধায়ক বলেন, মাঠের অবস্থা আগে আরও খারাপ ছিল এবং সম্পতি তিনি মাঠ সংস্কারের জন্য কিছুটা আর্থিক সাহায্য করেছে। আগামীদিনে এই মাঠের সংস্কার ও পরিকাঠামোগত উন্নয়নে তিনি সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। টেনিস বল বাদ দিয়ে আগামী দিনে ডিউজ বল দিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাব দেন বিধায়ক এবং এরজন্য তিনি সম্পূর্ণ সাহায্য করবেন বলে আয়োজকদের আশ্বস্ত করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৌমিত্র নাথ ও অশোককুমার নাথ।



