মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : পাথারকান্দি ব্যস্ততম কালীবাড়ি রোডে ক্ষতিগ্রস্ত একটি বৈদ্যুতিক খুঁটিকে ঘিরে গত দুই দিন ধরে চরম দুর্ঘটনা-আশঙ্কা তৈরি হয়েছে। যেকোনো মুহূর্তে খুঁটিটি হেলে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বা বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ তীব্র হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার তেমাখা সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুতগামী একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে উঁচু ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিটিতে। ধাক্কার তীব্রতায় খুঁটিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বর্তমানে খুঁটিটি কোনোভাবে একটি লোহার রডের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ভয়াবহ বিষয় হলো—এই খুঁটির মাথা থেকে ঘন তারের জটলার মাধ্যমে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ হচ্ছে গোটা অঞ্চলে। এমন বিপজ্জনক অবস্থায় যাতায়াত করা প্রতিদিনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ—একদিকে খুঁটিটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে, অন্যদিকে তারের সংযোগ ছিঁড়ে গেলে পুরো এলাকা মুহূর্তেই আগুনে পুড়ে ছারখার হয়ে যেতে পারে। বৃষ্টি বা প্রবল বাতাস উঠলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যাবে বলে আশঙ্কা করছেন সবাই।
অভিযোগ উঠেছে, ঘটনাটি ঘটার পরপরই স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো কোনো টিম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত খুঁটি পরীক্ষা করেনি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ, হতাশা ও আতঙ্ক তিনিই বেড়ে চলেছে।এলাকার একাধিক বাসিন্দা বলেন বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই অবিলম্বে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। বিদ্যুৎ বিভাগের এ ধরনের দায়িত্বহীনতা মারাত্মক বিপদের কারণ হতে পারে।সবার দাবি ঝুঁকিপূর্ণ খুঁটিটি দ্রুত অপসারণ করে নতুন পাঁকা খুঁটি স্থাপন করতে হবে এবং এলাকায় বিদ্যুতের তারগুলোকে নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে। নইলে যেকোনও সময় দুঃখজনক ঘটনা ঘটতে পারে, যার দায় এড়ানো যাবে না।পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এলাকাবাসী আবারও বিদ্যুৎ পর্ষদের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



