একাদশ শহিদ : শিলচরে বিভিন্ন স্কুলে পথনাটক এআইডিএসও-র
বরাক তরঙ্গ, ১৬ মে : মাতৃভাষা আন্দোলনের অমর একাদশ শহিদদের আত্মবলিদানের চেতনাকে ছাত্রছাত্রী ও নব প্রজন্মের মধ্যে জাগ্রত করার লক্ষ্যে ছাত্র সংগঠন এআইডিএসও এর পক্ষ থেকে বৃহস্পতিবার শিলচরের ছোট লাল সেট গার্লস হাইস্কুল, মালুগ্রাম গার্লস হাইস্কুল, কাছাড় হাইস্কুল, বিবেকানন্দ বহুমুখী মাধ্যমিক স্কুল ও ডিএনএনকে হায়ার সেকেন্ডারি স্কুলে পথনাটক পরিবেশন করা হয়। বরাক উপত্যকার মাতৃভাষা আন্দোলনের ইতিহাস ও বর্তমানে মাতৃভাষা মাধ্যমের সরকারী বিদ্যালয় বন্ধের ঘটনাকে নাটকের বিষয় হিসেবে তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে আগামীকাল ও পরশু জেলার বিভিন্ন স্থানে পথনাটক পরিবেশন করা হবে।
এছাড়াও এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএম এসএস এবং কমসোমলের পক্ষ থেকে ১৯ শে মে সকাল সাড়ে ছয়টায় শিলচর রেল স্টেশনের ভাষা শহিদ স্মারকে, সকাল ৮ টায় শ্মশান ঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে এবং ২-৩৫ মিনিটে গান্ধীবাগের শহিদ মিনারে শহিদদের শ্রদ্ধা নিবেদন করা হবে। ১৯ শে মে দুপুর ১ টায় রাঙ্গীরখাড়ির ভাষা শহিদ বেদীর পাদদেশ থেকে গান্ধীবাগের শহিদ মিনার পর্যন্ত সংগঠনগুলির যৌথ উদ্যোগে একটি সুসজ্জিত মিছিলেরও আয়োজন সেদিন করা হয়েছে।

ঐদিন বিকেল চারটা থেকে শহিদ ক্ষুদিরাম মুর্তির পাদদেশে অনুষ্ঠিত হবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পথনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। আলোচনা সভায় মুখ্যবক্তা হিসেবে উপস্থিত থাকবেন এআইডিএসও’র রাজ্য সভাপতি প্রজ্জ্বোল দেব। এছাড়াও সংগঠনগুলোর পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে ভাষা শহিদদের স্মরণে অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানগুলো সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।