পীর লঙ্গরশাহ বাবার বার্ষিক উরস মহফিল ২৯শে

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : পয়লাপুলের ঐতিহ্যবাহী হজরত পীর লঙ্গরশাহ বাবার মোকাম ও মসজিদ কমিটি আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বার্ষিক উরুস মোবারকের আয়োজন করছে। প্রতি বছরের মতো এবছরও এই পবিত্র অনুষ্ঠান মোকাম প্রাঙ্গণে সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি হাজি আলিম উদ্দিন মজুমদার এবং সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী রবিবার সাংবাদিকদের জানান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মওলানা সাব্বির হোসেন চৌধুরী সাকাফি আল-আজহারি। এছাড়াও বরাক উপত্যকার বিশিষ্ট আলিমগণও অংশগ্রহণ করবেন।

কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে কিরাত, গজল ও প্রবন্ধপাঠের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, দুপুর ১২টা থেকে ওয়াজ মহফিল, ১টা ১৫ মিনিটে জোহর নামাজ, ১টা ৩০ মিনিট থেকে আবার ওয়াজ মহফিল, ফুলেরতল মোকাম হাফিজিয়া মাদ্রাসার বিদায়ী হিফজ ছাত্রদের দস্তুরবন্ধী, মিলাদ মহফিল, বিশেষ দোয়া-প্রার্থনা এবং ৩টা ৩০ মিনিটে শিন্নি বিতরণের কর্মসূচি রয়েছে।কমিটির পক্ষ থেকে সভাপতি হাজী আলিম উদ্দিন মজুমদার সকল ভক্ত ও সাধারণ মানুষকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। আজকের সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাকির হোসেন, কবির হোসেন, আফতাব উদ্দিন প্রমুখ। সকলকে এই মহফিলে সশ্রদ্ধ আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *