বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করল ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর–কিশোরী সংগঠন কমসোমল। রবিবার সংগঠনগুলোর যৌথ উদ্যোগে সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক ছাত্র- যুব- মহিলা অংশ গ্রহণ করেন।
এছাড়াও এদিন ছাত্র সংগঠন এআইডিএসও’র দুধপাতিল আঞ্চলিক কমিটির উদ্যোগে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক ছাত্র ও যুবক উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে নেতাজির দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রামী চেতনা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

এ উপলক্ষে ছাত্র সংগঠন এআইডিএসও’র কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য জেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান, আগামী ২৩ জানুয়ারি সকাল ৮টায় গান্ধীবাগেস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে উপস্থিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। পাশাপাশি আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় গান্ধী ভবনে অনুষ্ঠিতব্য সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকতেও তিনি সকলের প্রতি আহ্বান জানান।



