বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : লাটিগ্রাম ফয়জুল উলুম মাদ্রাসার ১৪তম বার্ষিক ওয়াজ মহফিল ও দস্তারবন্দি অনুষ্ঠান সম্পন্ন হল। শনিবার সন্ধ্যায় আয়োজিত মহফিলের শুরুতে মাদ্রাসার তিনজন ছাত্রকে কোরান হাফিজ ঘোষণা করে সনদ প্রদান করা হয়। তাঁদের সনদ ও পাগড়ি পরিয়ে দেন আল্লামা মওলানা সারিবুল হক। এরপর মওলানা সারিমুল হক বিশ্বশান্তির জন্য দোয়া প্রার্থনা করেন। ওয়াজ মহফিল চলাকালীন উধারবন্দ বিধানসভা নির্বাচনের কংগ্রেস টিকিট প্রত্যাশী এবং বিশিষ্ট সমাজসেবী তাপস দাস উপস্থিত হন। ওয়াজ কমিটির পক্ষ থেকে তাঁকে গামছা দিয়ে সম্মানিত করা হয়।
তাপস দাস সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “মাদ্রাসা একটি বহুমুখী শিক্ষাকেন্দ্র। এখানে প্রকৃত মানুষ গঠন করা হয়।” দ্বিতীয় পর্বে কমিটির পক্ষ থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রাক্তন ছাত্রদের মানপত্র প্রদান করে সম্মান জানানো হয়। মাদ্রাসার হেড মওলানা তাজ উদ্দিন মাঝারভূইয়া বক্তব্যে মাদ্রাসা পরিচালনায় সাহায্য ও সহযোগিতা করছেন তাঁদের প্রতি ধন্যবাদ জানান।



