দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : শিলচর নগরের বেরেঙ্গা রবিদাস পাড়ায় শনিবার “হিন্দু সম্মেলন” আয়োজিত হয়েছে। ধর্মীয় উদ্দীপনা ও সমাজ সংহতির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সার্থক করে তোলে।শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর আয়োজক সমিতির সদস্যরা গোমাতা পূজন করেন। বিশ্ব শান্তি যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠানে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। দুপুরে উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ করা হয়, যা অনুষ্ঠানের সমাপ্তি ঘটায়।সম্মেলনে দক্ষিণ আসাম প্রান্তের ধর্ম জাগরণ সমন্বয় সংযোজক অসিত চক্রবর্তী এবং মধ্য কাছাড় জেলার কুটুম্ব প্রবোধনী প্রমুখ সুজিত নাথ বক্তব্য প্রদান করেন। তাঁদের বক্তব্যে হিন্দু সমাজের ঐক্য, ধর্ম রক্ষা এবং সমাজসেবার উপর জোর দেওয়া হয়।
আয়োজক সমিতির সভাপতি চন্দন রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠান সম্পন্ন হয়। শিলচর নগরের পরিবার প্রবোধনী প্রমুখ দিপঙ্কর দেব এবং শিলচর নগর প্রচারক সুমিত দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেরেঙ্গা এলাকার নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে ব্যাপক সফল করে। স্থানীয়রা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমাজে ধর্মীয় সচেতনতা বাড়ানোর পক্ষে মতামত প্রকাশ করেছেন।



