বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : ধলাই কংগ্রেসে ধস অব্যাহত। এবার বড়জালেঙ্গা মণ্ডলের অধীন আইরংমারা গ্রাম পঞ্চায়েতের রাজুবাড়ি অঞ্চল থেকে পঁচিশ জন কংগ্রেস কর্মী সমর্থক আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করলেন। শনিবার ভারতীয় জনতা পার্টির বড়জালেঙ্গা মণ্ডল কার্য্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেসের এইসব কর্মী সমর্থকরা যোগ দেন বিজেপিতে। দলে যোগদানকারীদের মধ্যে ছিলেন ৭৫ বছর বয়সী অশীতিপর বৃদ্ধা ধনবি সিংহ।
এদিন বিজেপিতে যোগদান করে ধনবি সিংহ বলেন, কেন্দ্র ও রাজ্যের বর্তমান বিজেপি সরকার জনগণের কল্যাণে যেভাবে কাজ করছে তাতে তিনি অনেক প্রভাবিত হয়েছেন। বিশেষ করে ধলাই সমষ্টির বর্তমান বিধায়ক নীহাররঞ্জন দাস যেভাবে গরীব দুঃখী ও অসহায় মানুষের স্বার্থে কাজ করে চলেছেন এতে তিনি অত্যন্ত খুশী। তিনি আরও বলেন, সারাটা জীবন তিনি কংগ্রেসে ভোট দিয়েছেন কিন্তু কোন লাভ হয়নি বরঞ্চ কংগ্রেস দল তাদের সারাটা জীবন বঞ্চিত করে রেখেছে। এক বছরের মাথায় নীহাররঞ্জন দাস যেভাবে মানুষের সেবা করে যাচ্ছেন তারজন্য বিধায়কের উন্নয়নমূলক কাজে প্রভাবিত হয়ে তিনি এবং তাঁর সঙ্গীরা বিজেপিতে যোগদান করেছেন।
এদিকে, বিজেপির বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব ও মণ্ডলের পদাধিকারীরা নবাগতদের বিজেপি দলে স্বাগত জানান। অজয়বাবু বলেন, এদের বিজেপিতে যোগদানের ফলে রাজুবাড়ি অঞ্চলে দল আরও শক্তিশালী হলো। তিনি বলেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্লোগান কংগ্রেস মুক্ত ভারতকে সামনে রেখে ধলাই কেন্দ্র থেকে কংগ্রেসকে চিরতরে বিদায় জানিয়ে ধলাইকে কংগ্রেস মুক্ত করতে তারা প্রস্তুত আছেন। নবাগতদের ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে এখন থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান অজয় দেব। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দার্বি গ্রাম পঞ্চায়েত সভাপতি রামসিংহাসন গোয়ালা, বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল কমিটির উপ-সভাপতি পার্থ সেন, সাধারণ সম্পাদক সুপায়ন চৌধুরী, কার্য্যালয় সম্পাদক সত্যেন্দ্র রাযয় সহ শক্তিকেন্দ্র প্রমুখ ও বেশ কয়েকজন বুথ সভাপতি।



